
আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ বুধবার (২২/১০/২৫ ইং) বিকেলে আশুলিয়ার জিরানী এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও বুকলেট বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন তিনি। মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, এদেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জিরানি এলাকায় পথচারী ও দোকানদারদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বুকলেট বিতরণ করে।
মো.আমিনুল ইসলাম 





