
প্রতিবেদক আমিনুল ইসলাম:- যানজট, ফুটপাত দখল, অটোরিকশার এলোমেলো চলাচল ও সমাজে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রোধে শিমুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক জনসচেতনতা মূলক ও সমাধানমুখী আলোচনা সভা।
মঙ্গলবার সকাল ১০টায় শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রশাসন, রাজনৈতিক দল, অটোচালক, ব্যবসায়ী, সমাজসেবক ও সাধারণ জনগণের সরব উপস্থিতি এবং আলোচনা সভাটি এক বিশাল জনমত গঠনের প্ল্যাটফর্মে পরিণত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হাননান। তিনি সমাজের বর্তমান অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রশাসন একা কিছু করতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন,যানজটের কারণে শুধু রাস্তার চলাচল ব্যাহত হয় না, স্কুলগামী শিশু, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষ, সবাই ভোগান্তির শিকার হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মো. কামরুজ্জামান তিনি তার বক্তব্যে বলেন,সমস্যার মূলে না গিয়ে শুধু অভিযোগ করলে সমাধান আসবে না। আমরা এখন সমাধানের পথে হাঁটছি। জনগণ, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি এক হয়, তাহলে কোনো সমস্যাই অসমাধানীয় নয়।
সভায় দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, ট্রাফিক সেবক নিয়োগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকজন স্থানীয় ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। তারা প্রতিদিন রাস্তার নির্দিষ্ট লেন ব্যবস্থাপনা ও যান চলাচল সুশৃঙ্খল রাখতে কাজ করবেন।সাত সদস্য বিশিষ্ট অবৈধ দখল ও যানজট নিয়ন্ত্রণ কমিটি গঠন।
উক্ত সভায় অংশগ্রহণ করেন শিমুলিয়া ইউনিয়নের শতাধিক অটোচালক ও ফুটপাতের দোকানদাররা।তারা বলেন,নির্দিষ্ট স্ট্যান্ডের অভাবে যাত্রী নামাতে-ওঠাতে গিয়ে অটোরিকশাগুলো রাস্তার মাঝে দাঁড়াতে হয়। এতে যানজট বাড়ে,ব্যবসায়ীরা পন্য সামগ্রি উঠানামা করে পিক আওয়ারে, মানুষ বিরক্ত হয়, আমরাও বিপাকে পড়ি।তারা জিরানী বাজারে নির্দিষ্ট একটি স্ট্যান্ড গড়ে তোলা এবং অটো ভাড়া নির্ধারণে নির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানান।
সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম সমাজ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ীসহ শতশত লোক এই সভায় অংশগ্রহণ করেন।
সবারই অভিন্ন দাবি শিমুলিয়াকে যানজট, মাদক, অপরাধ ও দখলদার মুক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাহবুবুল হাসান অধ্যক্ষ কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা।আব্দুল্লাহ আল মামুন সংগ্রামী সভাপতি শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী শিমুলিয়া ইউনিয়ন। মো.মোবারক হোসেন, সংগ্রামী সাধারণ সম্পাদক শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও ইংরেজি বিষয়ে শিক্ষক কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা।হাজী আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা সেচ্ছাসেবক দল ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমজাদ হোসেন বুলবুল, প্রভাষক আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজ ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আব্দুল মান্নান মেম্বার, ৮ নং ওয়ার্ড, শিমুলিয়া ইউনিয়ন ও সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী।আসাদুল ইসলাম মুকুল সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি।ফরিদ আহাম্মেদ ( সোহাগ )সদস্য সচিব,বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বৃহত্তর ঢাকা জেলা, হাজী উসমান গনী সাবেক আশুলিয়া থানা ছাত্র দল।মো.আবুল হোসেন সহ সাধারণ সম্পাদক শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের আশুলিয়া থানা যুগ্ন আহবায়ক,মো.ইয়ার হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। হাবিবুর রহমান সাবেক যুগ্ম আহবায়ক আশুলিয়া থানা ছাত্রদল। মনির হোসেন,সভাপতি : শিমুলিয়া ইউনিয়ন জিসাস ( জিয়া সংস্কৃতিক সংগঠন )রাসেল আহমেদ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ,শিমুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বার, যুবক, ছাত্র, ব্যবসায়ী, আলেম সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে সমাপনী বক্তব্যে প্রশাসক কামরুজ্জামান বলেন,আজকের এই উদ্যোগ শুধু একটা সভা নয়, এটা এক সামাজিক জাগরণ। আমরা যদি সবাই মিলে সিদ্ধান্ত বাস্তবায়ন করি, তাহলে অচিরেই শিমুলিয়া হবে একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত ইউনিয়ন।
এই আলোচনা সভার আয়োজক হিসেবে ভুমিকা পালন করছেন,মো.মোবারক হোসেন,সংগ্রামী সাধারণ সম্পাদক শিমুলিয়া ইউনিয়ন বিএনপি,আব্দুল মান্নান মেম্বার ৮ নং ওয়ার্ড, সাংবাদিক আমিনুল ইসলাম দি ডেইলি অবজারভার এন্ড এশিয়ান টেলিভিশন এর আশুলিয়া সংবাদদাতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব।
আয়োজকগন তাদের বক্তব্যে বলেন, সমস্যা চিহ্নিত করার জায়গায় থেমে থাকেনি, বরং তাৎক্ষণিক সমাধানমূলক সিদ্ধান্ত এবং গণসচেতনতা তৈরির মাধ্যমে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সবার আন্তরিকতা ও অংশগ্রহণ প্রমাণ করে জনগণ এখন আর নিরব দর্শক নয় পরিবর্তনের সক্রিয় অংশীদার হতে প্রস্তুত।
মো.আমিনুল ইসলাম 





