
প্রতিবেদক- আমিনুল ইসলাম :-চেয়ারম্যানের চেয়ারে বসে নয় মানুষের হৃদয়ে বাস করতে চাই।শিমুলিয়া চায় পরিবর্তন।শুভ জন্মদিন হাজী আব্দুল মালেক। শিমুলিয়া ইউনিয়নবাসীর ভালোবাসায় ভাসছেন, চেয়ারম্যান পদপ্রার্থী।আজ এক অনন্য সকাল, এক আলোকিত প্রভাতের সাক্ষী হলো শিমুলিয়া ইউনিয়ন। কারণ আজ জন্মদিন প্রিয় মানুষ হাজী আব্দুল মালেকের। তাঁকে ঘিরে যেমন আবেগের ঢেউ বইছে, তেমনি ভালোবাসার জোয়ারে ভাসছে পুরো ইউনিয়ন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন অভিভাবক, বন্ধু, আর জনমানুষের নির্ভরতার নাম।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এই মানুষটির জন্মদিনে আজ মালেক ভাই কে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
শুভেচ্ছায় মুখর হয়ে ওঠেছে ইউনিয়নের সকলের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ এলাকাবাসী, কারখানার শ্রমিক ভাই বোন, কৃষক শ্রমিক, তরুণ সমাজ, এবং সমাজের নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফেসবুকে এবং সরাসরি দেখা করে শুভেচ্ছা জানাচ্ছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানাতে, কেউ হাতে ফুল, কেউ মুখে দোয়া, কেউবা চোখে জল নিয়ে হাজির হন এই প্রিয় মুখটির সামনে।এলাকার অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে বললেন,মালেক ভাই কর্ম যোগাড় করে দিয়েছে বলে আমার সংসার চলে , তিনি অনেকবার আমাদের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ্ যেন তাকে আরও শক্তি দেন, যেন ইউনিয়নের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে পারেন।অনেকে মালেক ভাইয়ের সহানুভূতি, উদারতা, এবং সবার প্রতি তাঁর সমান আচরণের কথা স্মরণ করে বলেন,এই মানুষটি নেতা হয়েও কখনো বড়াই করেননি, বরং মাথা নত করে সবার কাছে গিয়েছেন। এমন সমাজ সেবক আমাদের দরকার।
হাজী আব্দুল মালেক ভাই নিজেও আজকের এই ভালোবাসা ও সম্মানে অনেক খুশি। তিনি বলেন,আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যদি কখনো কারও পাশে না থাকতে পারি, ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আমি কথা দিচ্ছি, যদি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হই, তবে এই ইউনিয়ন হবে ন্যায়, উন্নয়ন ও শান্তির একটি মডেল। এই স্বপ্ন একা নয়, আমাদের সবার।
শিমুলিয়া ইউনিয়ন আজ এক নতুন আশার আলো দেখছে। মানুষজনের চোখে মুখে জ্বলজ্বল করছে স্বপ্ন একটি পরিবর্তনের, একটি মানবিক নেতৃত্বের। আর সেই স্বপ্নের নামই আজ হাজী আব্দুল মালেক ভাই।
আজকের এই দিনটি যেন শুধু একটি জন্মদিন নয় এটি যেন একটি গণমানুষের অনুভব, একতায় গাঁথা ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন।
মো.আমিনুল ইসলাম 





