
শিমুলিয়া ইউনিয়নের টেংগুড়ী এলাকায় অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্টি হয়েছে নানা ধরণের নাগরিক দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, টেংগুড়ী নির্মাণ টেক, টেংগুড়ী পুকুরপাড় এবং জীরানি আমতলা সড়কের দুই পাশে যত্রতত্রভাবে গড়ে উঠছে বহুতল ভবন। এসব ভবনের জন্য নেই কোনো নির্ধারিত নকশা বা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ফলে প্রতিনিয়ত জলাবদ্ধতা ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন।
স্থানীয়রা জানান, পুরো এলাকায় নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ড্রেন। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে পানি। রাস্তার পাশে পড়ে থাকে ময়লার স্তুপ, যেগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু।
এর মধ্যেই এলাকাবাসী চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। তাঁদের দাবি, ড্রেন ও ময়লা পরিষ্কারের নামে প্রতি বছর লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সুইপার ও মেতরদের দেওয়া হচ্ছে সামান্য আংশিক পারিশ্রমিক, বাকি অর্থ আত্মসাৎ করছে এই দুর্নীতিগ্রস্ত চক্র।
এই অর্থে গড়ে উঠছে কোটিপতি, কিন্তু ভুগছে সাধারণ মানুষ।
স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রয়েছে নিরব ভূমিকার অভিযোগ। অনেক সময় অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর প্রশ্ন, কীভাবে গড়ে উঠছে এত বহুতল ভবন, অথচ নেই মৌলিক ড্রেনেজ বা বর্জ্য ব্যবস্থাপনা?
শিমুলিয়ার টেংগুড়ী এলাকার এই দুরবস্থা কোনো একদিনে তৈরি হয়নি, বরং বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থা ও দুর্নীতির ফলেই আজ এই চিত্র। এখন সময় এসেছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতার। নইলে আগামী দিনে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
মো.আমিনুল ইসলাম 





