
মো.আমিনুল ইসলাম:-শিমুলিয়ায় স্বাস্থ্যসেবা দালালের দখলে, কোরিয়া মৈত্রী হাসপাতালে চিকিৎসক সংকট চরমে।
চার পাঁচ টি প্রাইভেট ক্লিনিকের সঙ্গে সক্রিয় ১১ দালাল চক্র, চীফ মেডিকেল অফিসারের অনুপস্থিতিতে ধুঁকছে সরকারি হাসপাতাল, আউটসোর্সিং কর্মীরা বছরের পর বছর বেতনবঞ্চিত।
সাভারের শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। ডাক্তার সংকট, বেতন না পাওয়া আউটসোর্সিং কর্মী, এবং স্বাস্থ্য প্রশাসনের নজরদারিহীনতায় দালাল ও প্রাইভেট ক্লিনিক চক্রের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ রোগীরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে।
শিমুলিয়া ইউনিয়নের একমাত্র সরকারি হাসপাতাল বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে ছুটছেন এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে। অভিযোগ রয়েছে, হাসপাতাল ঘিরে থাকা অন্তত চারটি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক দীর্ঘদিন ধরে দালালের মাধ্যমে রোগী টেনে নিচ্ছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসকের অভাব এতটাই প্রকট যে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো পরামর্শ পাচ্ছেন না। হাসপাতালটির চীফ মেডিকেল অফিসার দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও রোগীরা বলছেন, সঠিক তথ্য না জানার কারণে তারা দালালদের ফাঁদে পড়েন এবং অপ্রয়োজনীয় টেস্ট, চিকিৎসা ও অপারেশনের মুখোমুখি হন।
একজন রোগী মো. জামাল হোসেন, এক অভিভাবক জানান,হাসপাতালে গিয়েছিলাম আমার মেয়ের জ্বর নিয়ে। একজন লোক বলল ওষুধের ব্যবস্থা নেই, পাশের ক্লিনিকে নিয়ে যেতে। পরে দেখি, ওই লোকই ওই ক্লিনিকের দালাল।
হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা অভিযোগ করেছেন, তারা প্রায় এক বছর ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। এতে পরিষেবা ব্যাহত হচ্ছে এবং কর্মীদের মনোবলও ভেঙে পড়ছে।
একজন পরিচ্ছন্নতা কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,বিনা বেতনে এতদিন কাজ করে যাচ্ছি। তবুও চাকরি হারানোর ভয়ে মুখ বন্ধ করে আছি।
ঢাকা জেলা সিভিল সার্জন ও সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তদারকির অভাব স্পষ্ট। নিয়মিত পর্যবেক্ষণের অভাবে আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক, যেগুলোর অনেকগুলোরই নেই প্রশিক্ষিত ডাক্তার বা প্রয়োজনীয় যন্ত্রপাতি।দালাল চক্রের বিরুদ্ধে অভিযানচীফ মেডিকেল অফিসার ও সংশ্লিষ্টদের কার্যকর উপস্থিতিআউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতন পরিশোধ প্রাইভেট ক্লিনিকগুলোর লাইসেন্স যাচাই ও অভিযান হাসপাতালে নতুন চিকিৎসক নিয়োগ।
সরকারি হাসপাতাল যদি নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তবে স্বাস্থ্যসেবা হবে কেবল বিত্তবানদের অধিকার। শিমুলিয়া ইউনিয়নের বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল বর্তমানে যে চিত্র উপস্থাপন করছে, তা শুধু একটি ইউনিয়নের সংকট নয় বরং গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার প্রতিচ্ছবি।
প্রশাসনের উচ্চপর্যায়ে তড়িৎ ব্যবস্থা না নিলে, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং সময়ের সাথে এ সংকট আরও গভীর হতে পারে।
মো.আমিনুল ইসলাম 





