
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র্যালিতে সাভার-আশুলিয়ার হাজার হাজার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আজ বুধবার দুপুর ১২ টার সময় এই র্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র্যালিতে অংশ নিতে সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গেন্ডা জড়ো হতে থাকে। পরবর্তীতে র্যালিটি শুরু হলে গেন্ডা বাস স্ট্যান্ড থেকে রেডিও কলোনি রোড পর্যন্ত এক মানব প্রাচীরে সৃষ্টি হয়। র্যালি শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ থেকে বিএনপি’র মনোয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন সারা দেশে বিএনপির যে গনজোয়ার সৃষ্টি হয়েছে আজকে তার বহিঃপ্রকাশ সাভারের মাটিতে হয়েছে। এ সময় মোহাম্মদ আইয়ুব খান সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা এখন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত আছি।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





