
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় রোকেয়া বেগম (৬৩) নামের এক বৃদ্ধার জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। “কবিরপুর শফি মঞ্জিল” নামের মাইজভান্ডারিতে ওয়াকফকৃত সম্পত্তিও দখলে নিয়ে নেয় প্রতিপক্ষরা। ঘটনায় ওই ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) বেলা সোয়া ১১ টার দিকে আশুলিয়া থানার ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বৃদ্ধা ও নি:সন্তানের জমি দখলে নেয় প্রতিপক্ষরা।
ভুক্তভোগী বৃদ্ধা রোকেয়া বেগম আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর দেওয়ানপাড়া এলাকার মৃত. ইয়াদ আলী শিকদারের স্ত্রী। তার কোন সন্তান নেই। কোন সন্তান না থাকার কারণেই প্রতিপক্ষরা এ কান্ড করেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর দেওয়ানপাড়া এলাকার মৃত জমির বেপারীর ছেলে জলিল বেপারী (৬৫), তার ছেলে মামুন (৪০), একই এলাকার নোয়াব আলীর ছেলে মোহাম্মদ আলী (৬০), খলিলুর রহমানের ছেলে সোহেল (৩৩), জুয়েল (৩০) ও রনি (২৫), সমির বেপারীর ছেলে খলিল (৬২), আব্দুল জলিল (৬৫) তার ছেকে বাবু (২৫), আলী মুদ্দিনের ছেলে মুনছুর আলী (৭০) ও আজগর (৬০) এবং ফজল সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিগত চার বছর আগে তার স্বামী ইয়াদ আলী মৃত্যুবরণ করে। এসময় তিনি ৭৯ শতাংশ জমি রেখে যান। তার স্বামী ইয়াদ আলী মাইজভান্ডারি দরবার শরীফের মুরিদ ছিলেন বিধায় তার জমি থেকে ৪২ শতাংশ জমি কবিরপুর শফি মঞ্জিল দরবার শরিফের নামে ওয়াকফ করে দেন। পরে শান্তিপূর্ণভাবেই বাকী জমিতে ভোগ দখল করে যাচ্ছিলেন। কিন্তু বিবাদীরা ওই জমি তাদের দাবী করে পেশীশক্তির জোরে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে দখল করে নেয়। পরে ওই জমির চারপাশে বাঁশের বেড়া দেন এবং সিমেন্টের খুটি দিয়ে দখল করে নেয়। জমিতে থাকা পাকা বাড়ি, কবিরপুর শফি মঞ্জিল মাইজভান্ডারি দরবার শরিফ সহ সমস্ত কিছু দখলে করে। তাদের ভয়ে স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি। আর তার কোন সন্তান না থাকায় এধরণের ঘটনা ঘটাল। পরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমন জানান, ঘটনায় ওই বৃদ্ধা নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





