
নিজস্ব প্রতিবেদক- ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন শিমুলিয়া যুবসমাজ। ফাইনাল খেলায় নয়াপাড়া বন্ধু মহলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শান্তি পারা একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এ সময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবুল হোসেন। ফাইনাল খেলাটি দেখতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলো।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





