
আশুলিয়া : আশুলিয়ায় চাকুরীর দাবিতে ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে চাকুরীর দাবি জানায় চাকুরী প্রত্যাশীরা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপ অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (০৭ জুলাই) সকাল ৯টা থেকে ঢাকা ইপিজেডের সামনে বেশ কিছু চাকুরী প্রত্যাশী চাকুরীর দাবিতে নবীনগর – চন্দ্র মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ব্যাস্ততম এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গনকবাড়ি এলাকায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এর সামনে প্রায় ২০০-৩০০ জন নতুন নিয়োগ প্রত্যাশী ব্যক্তি নিয়োগ না পেয়ে বাইপাইল-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী ঘটনা স্থলে এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





