
আশুলিয়া :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা করণে আশুলিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড (সিকদার বাগ) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন বেপারীর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য প্রদান করেন।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





