
সাভার:-কোরবানির ঈদের আগে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় ট্যানারি কারখানার বেশিরভাগ মালিকরা কাঁচা চামড়া কিনতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুড এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ রশিদ ভূঁইয়া। সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় বাংলাদেশ বিচিক শিল্প নগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরো বলেন, প্রত্যেক কোরবানির ঈদের আগে কাঁচা চামড়া কেনার জন্য সরকার থেকে যে নগদ একটা বরাদ্দ দেওয়া হয় ট্যানারি মালিকদের এবার সেটাও দেওয়া হয়নি তাই অনেক ট্যানারির মালিকরা টাকার অভাবে কাঁচা চামড়া কিনতে পারেনি এতে করে তারা বিপাকে পড়েছেন। এবং ট্যানারির কেন্দ্রীয় ব বজ্য শোধনাগার সিইটিপি পরিবেশ বান্ধব না হওয়ায় অনেক বিদেশী বায়ার কাঁচা চামড়া ট্যানারি থেকে কিনছে না যার কারণে অনেক কারখানায় কাঁচা চামড়া স্তুপ করে রাখা হয়েছে এতে করে মালিকরা লোকসানের মুখে পড়েছে এছাড়া বর্তমানে শুধু চায়নার বাজারে চামড়া কেনাবেচা হচ্ছে এজন্য সরকারের উচিত অন্য দেশেও বেচার জন্য বাজার খুলে দিতে হবে। তাহলে এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন একাধিক কারখানার মালিক।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





