ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালো-মন্দের উল্টো হিসাব নিজেকে না দেখে অন্যকে দোষারোপের সংস্কৃতি সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? Logo আশুলিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ছয়টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন । Logo আশুলিয়ায় ভ্যানে বাসের ধাক্কা, পরিচ্ছন্নতা কর্মী নিহত। Logo আশুলিয়ায় সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন। Logo এক টেবিলে তিন চেয়ারম্যান প্রার্থী! কলতাসুতীর রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন। Logo জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে অবিচল সৈনিক শিমুলিয়ার ত্যাগী যুবদল নেতা মো. ইকবাল হোসেন। Logo দলের নিবেদিত প্রাণ মোবারক হোসেন: শিমুলিয়া ইউনিয়ন বিএনপির দুঃসময়ের কান্ডারী। Logo “ঘামের দামে গড়া স্বপ্ন, অথচ মর্যাদা নেই একবিন্দুও: সৌদি প্রবাসীদের জীবনে রক্ত, রোদ আর রেমিট্যান্স” Logo যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । Logo আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে  যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে  যুবক গ্রেপ্তার

আশুলিয়া সংবাদদাতা :- বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগে সাভারের আশুলিয়ায় মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দেন মেহেদী। এরপর ১০ ও ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, “তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের কোনো ইচ্ছাই ছিল না।”

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, “তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভালো-মন্দের উল্টো হিসাব নিজেকে না দেখে অন্যকে দোষারোপের সংস্কৃতি সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?

ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে  যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে  যুবক গ্রেপ্তার

আশুলিয়া সংবাদদাতা :- বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগে সাভারের আশুলিয়ায় মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দেন মেহেদী। এরপর ১০ ও ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, “তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের কোনো ইচ্ছাই ছিল না।”

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, “তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।