
আশুলিয়ায় হানি ট্র্যাপ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
আশুলিয়া :-আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও মোঃ ইয়াছিন শেখকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল।
দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামে একটি ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে সুমাইয়ার সঙ্গে দেখা করতে আশুলিয়ার জামগড়া এলাকায় যান। কিন্তু পরিকল্পিতভাবে তাকে একটি বাসায় আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি।
পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আটক দুই আসামির বিরুদ্ধে একাধিক থানায় পূর্বেও মামলা রয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





