
ধামরাই সংবাদদাতা:-আগামীকাল ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী ৪০০ চার শত বছরের পুরনো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও ধামরাইয়ের রথযাত্রা ঘিরে সাজসজ্জা ও প্রস্তুতি শেষে রংতুলিতে সাজিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী রথ।
দিন-রাত সমান তালে সংস্কার ও সাজিয়ে তোলার কাজ শেষ করেছেন কর্মীরা।
উৎসব যথাযথভাবে পালনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও আয়োজকরা।
ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন রথখোলায় গিয়ে রথের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আয়োজক ও শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা গেছে ।
আগামীকাল ২৭ জুন শুক্রবার উপমহাদেশে সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই
শেষ মুহূর্তে শেষ হয়েছে রং-তুলি ও সাজসজ্জার কাজ। আয়োজকরা জানান, রথ শুরুর আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া রথ টানতে এরই মধ্যে রশি ও চাকা পরীক্ষা করা হয়েছে। রথ উৎসব ঘিরে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ধামরাই বাজারের রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রথমে রথ টানা হবে। ৭ দিন পর ৫ ই জুলাই উল্টোরথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
রথ উৎসবকে কেন্দ্র করে আগামীকাল থেকে পরের এক মাস চলবে ঐতিহ্যবাহী মেলা।
রথযাত্রার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, উৎসব সফল ও সুষ্ঠু করতে এরই মধ্যেই উপজেলা পরিষদ, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত হবে। এছাড়া রথ সাজানোর কাজ শেষ হয়েছে। সুন্দর ও আনন্দঘনভাবে রথযাত্রা উৎসব পালন করা হবে।
বলে জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক ।
আশুলিয়া নিউজ ২৪ ডেস্ক: 





